বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কামালের বার্ত্তী বাজারে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও আলোচনা সভায় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, আওয়ামী লীগ নেতা ছাইফুদ্দিন আহমেদ, রাজা মিয়া, বিল্লাল হোসেন , ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জাতিসংঘে এসডিজি অগ্রগতি বিষয়ক পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.