BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার আহবান জানানো হয়। এজন্য সকল নেতা কর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। কর্মী সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী।

বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মোতালেব হোসেন সরকার, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ বজলুর রশিদ, বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিটন আকন্দ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন ফরিদ, সহ-ধর্ম সম্পাদক খন্দকার মেজবাউল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাইবুল্লাহ হাবিব প্রমুখ।

প্রধান বক্তা জাহিদুল ইসলাম প্রিন্স তার বক্তব্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের আমলে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি ব্রিজ নির্মাণসহ শিক্ষা, সড়ক যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। বিএনপি জনগণের দল, ক্ষমতায় গেলে আবারও জনগণের প্রত্যাশা পূরণ করবে।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

তাই আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।

সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫ ই আগস্ট এর পর প্রথম নিজ জেলায় সফরে আসছেন রাষ্ট্রপতি নানা আয়োজনে রাজশাহীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন ‘খুব শিগগিরই’ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আশা ট্রাম্পের মিশিগানের ডিয়ারবর্নে ফের মেয়র নির্বাচিত আবদুল্লাহ হাম্মুদ শাহ আরেফিন টিলায় পাথর লুটের মহোৎসব, বিপন্ন পর্যটন-ঐতিহ্য বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য আজ ঐতিহাসিক ৭ নভেম্বর ও শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল