বকশীগঞ্জে ডলার ব্যবসা প্রতিরোধে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডলার ব্যবসার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা লুট করা সহ ডলার ব্যবসা প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কতুবের চর এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

এ সময় বক্তব্য রাখেন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফসার আলী, ইউপি সদস্য নুরু মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ডলার ব্যবসা প্রতিরোধে এলাকাবাসীকে সজাগ থাকতে বলেছেন। কোন ডলার ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না, যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ওসি শফিকুল ইসলাম সম্রাট। একই সঙ্গে জুয়া খেলা, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.