বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও ৬ জুয়াড়ি সহ ৭ জন আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেড ঘর থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঘাসিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২), মোহাম্মদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম মিয়া (১৯), নয়ন মিয়ার ছেলে আকাশ ইসলাম (২০), ইসলামপুর উপজেলার মালমারা নয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে মাসুদ রানা (১৯), চরপরমা নয়াপাড়া গ্রামের সুন্দও আলীর ছেলে সুমন মিয়া (২২) ও ইরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল (১৯)।
অপরদিকে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আলাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে (২২) আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা বিটিসি নিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁদের শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.