মোরেলগঞ্জের জিউধরায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে শীতার্থ বৃদ্ধ, নারী পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে ৩ শ’ কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় কাকড়াতলী পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফফার, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী, চান মিয়া হাওলাদার, মো. সাইদুর রহমান খান, মোকছেদ আলী হাওলাদার, হারুন হাওলাদার, সংরক্ষিত নারী ইউপি সদস্য মততা রানী সরকার, মায়া রানি মন্ডল, ছালমা বেগম, আওয়ামী লীগ নেতা মফিজুল হক আব্বাস, যুবলীগ নেতা আবু সুফিয়ান শিমুল প্রমুখ।
এ সময় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহঙ্গীর আলম বাদশা বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার পাঠিয়েছে। সঠিকভাবে পৌছে দেওয়া আমার দায়িত্ব।
আপনারা প্রধানমন্ত্রী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি ও বাগেরহাট-৪, আসনের এমপি এইচএম বদিউজ্জামান সোহাগ এর জন্য সকলে দোয়া করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.