বকশীগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পানি সরবরাহে আর্সেনিক ঝঁকি নিরসন প্রকল্প বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য অধিপ্তরের জামালপুর বিভাগের বাস্তবায়নে এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উন্নয়ন সংঘ প্রতিনিধি মাসুদ আলম বাবু প্রমুখ।
নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নে আর্সেনিক পরীক্ষার কাজ করা হবে । প্রতিটি ইউনিয়নে ৬ জন পরীক্ষক আর্সেনিক পরীক্ষার কাজ সম্পন্ন করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.