বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আজ সোমবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, সহকারী সার্জন তাহমিনা বিনতে নাসীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, উন্নয়ন সংঘের এফএফ নাসরিন আক্তার, উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাহমিনা শিউলি প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,অংশ গ্রহণ করেন।
অপরদিকে সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.