বকশীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদের শুভেচ্ছা ও কুশল বিনিময় 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
শনিবার (২ ডিসেম্বর) বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার, মধ্য বাজার, উত্তর ও দক্ষিণ বাজারে ও মালিবাগ এলাকায় পথচারী, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ,শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ।
কুশল বিনিময়কালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছাইদুর রহমান লাল, ছাত্রলীগ নেতা শোয়েব আল হাসান সজল সহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.