বকশীগঞ্জের মো. সোহেল রানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (৬ আগস্ট) দুপুরে জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মো. সোহেল রানাকে শ্রেষ্ঠ ওসি ঘোষনা করেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
অভিন্ন মানদন্ডে সার্বিক বিবেচনায় গত জুন/২০২৩ মাসে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম শ্রেষ্ঠ ওসি মো. সোহেল রানাকে ক্রেষ্ট প্রদান ও সার্টিফিকেট প্রদান করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.