সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজরাজশাহী ফ্রান্সে মহানবী (সা:)-এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ By বার্তা কক্ষ On নভে. ১৬, ২০২০ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সা:)-এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা সদর গো-হাট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমদীঘি কওম্বী মাদরাসার মাহতামিম আলহাজ্ব হাফেজ মাও: মুফতি ইব্রাহিম ফয়েজির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার দারুল উলুম কওম্বী মাদরাসার মাহতামিম আলহাজ্ব মাহবুবুল ইসলাম কাশেমী। আরও বক্তব্য রাখেন, আদমদীঘি আদমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাও: মুসলিম উদ্দিন, কুন্দগ্রাম মাদরাসার মাও: হাফিজুর রহমান, সান্তাহার মাদরাসার রুহুল আমিন, মুরইল মাদরাসার মাও: ইউনুছ আলী, থানা মসজিদের পেশ ইমাম মাও: আল হেলাল জামালী, মাও: সেলিম প্রমূখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.