বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংস সহ শিকারী আটক


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুলিশ ও বনবিভাগ যৌথ এক অভিযান চালিয়ে হরিণের মাংস সহ এক চোরা শিকারীকে আটক করেছেন।
শরণখোলা থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে ধান সাগর নৌ পুলিশ ফাড়ির এএসআই আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা বন সংলগ্ন এলাকায় অভিযান চালায় ।
এ সময় সুন্দরবন থেকে ফিরে আসা আঃ রব সরদার (৫২) কে তার নিজ বাড়ীর সামনে থেকে ব্যাগ ভর্তি দুই কেজি হরিণের মাংস সহ আটক করেন। আটক হওয়া আঃ রব সরদার উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃত. মোসলেম সরদারের ছেলে।
এ ব্যপারে ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ি র এএসআই আজিম উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটক আঃ রব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন এলাকায় হরিণ শিকার করে তার মাংস ভাগবাটোয়ারা করে বাড়ীতে ফিরছিলো।
অপরদিকে, এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সাইদুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটক শিকারীর বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.