ফেন্সিডিল পাচারের সময় এমবিবিএস চিকিৎসক সহ দুইজন আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, রংপুর শহরে নিউ শালবন মিস্ত্রী পাড়া এলাকার আবজাল হোসেনের ছেলে এমবিবিএস চিকিৎসক ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় (৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন (২৬)।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ভারতীয় সীমান্তবর্তি গ্রাম দুর্গাপুর থেকে প্রাইভেট কারে ফেন্সিডিল পাচার করছে একটি চক্র। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে একটি প্রাইভেট কার আটক করে।

প্রাইভেট কারটি তল্লাশী চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কারটিতে থাকা ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.