ফেনীর কালিদহ ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের চার শতাধিক কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন খাদ্য সহায়তা বিতরণ তদারকি কমিটি।

এ সময় খাদ্য সহায়তা বিতরণ তদারকি কমিটির গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, কালিদহ ইউনিয়নের কৃষি কর্মকর্তা এনায়েত উল্যাহ,পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন মালাকার,প্রাণী সম্পদ কর্মকর্তা হেলাল উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ ওয়ার্ডের মেম্বার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান – এর আগে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে কালিদহ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । ইউনিয়নের সকল পর্যায়ের জনগণের মাঝে ধাপে ধাপে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.