ফেনীতে আটক ৩ জন ৯৩০ বোতল ফেনসিডিলসহ

ছবি: Online

 

বিটিসি নিউজ ডেস্ক :  ৯৩০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে।  সোমবার ভোররাতে ফেনীর মহিপালে  স্থাপিত একটি বিশেষ চেকপোস্টে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে জানানো হয়। আটক তিনজন হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারার মো. বিজয় (২০), চট্টগ্রামের বোয়ালখালীর মো. হারুন উর রশিদ (২৬) ও চট্টগ্রামের জোরারগঞ্জের মো. রাজু আমজাদ (২১)।

সংবাদ সম্মেলনে বলা হয়, একটি গোপন তথ্যে জানা যায় মাদক ব্যবসায়ীরা ফেনী থেকে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোররাতে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা ট্রাকটি থামায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।, যার দাম আনুমানিক ৯ লাখ ৩০ হাজার টাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.