ফেনীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেনী প্রতনিধি:  ফেনীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যরেলী , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
২৩ জুন আজ রোববার বেলা ১১টার  শহরের  জেল রোডের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম, জেলা পরিষদের চেয়ারম্যান  আজিজ আহমেদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ জাহার আরা বেগম সুরমা,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি হাফেজ আহমেদ, সহ-সভাপতি জিপি প্রিয় রঞ্জন দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, আওয়ামী নেতা শহীদ খন্দকার, ফোরকার চৌধুরী, আমির হোসেন বাহার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীলসহ সিনিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পৌরসভা চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। পরে ৭০তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে কেক কাটা হয়।শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছাড়াও জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিল লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার খানের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের ২৩ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নামে দলটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামকরণ করা হয়। ৯১, নবাবপুর রোডে অবস্থিত আওয়ামী লীগের পুরাতন কার্যালয় থেকে ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হয়।
এখানেই বসতেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর কিছুদিন পর অস্থায়ীভাবে সদরঘাটের রূপমহল সিনেমা হলের গলিতে কিছুদিন বসে অফিস করেছেন নেতারা। পরে পুরানা পল্টনে দুটি স্থানে দীর্ঘদিন দলের অফিস ছিল।
১৯৮১ সালের দিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের দায়িত্ব নেয়ার পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ঠিকানা হয়।
গত তিন যুগের বেশি সময় ধরে দলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.