ফুলবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে পড়ে নাছরিন আক্তার(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলার পুর্ব ফুলমতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাছরিন ওই গ্রামের নাজির হোসেনের মেয়ে।

এলাকাবাসীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাড়ীর বাহির উঠানে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে সামনের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে মা-সহ পরিবারের লোকজন পানিতে পড়েছে সন্দেহে বাড়ীর সামনের পুকুরে খোঁজাখুজি করে।

এক পর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। একমাত্র শিশু  কন্যার মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন। 

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.