ফি‌লি‌স্তি‌নে গণহত্যার প্রতিবাদে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফি‌লি‌স্তি‌নে নির্বিচারে ইসরাইয়েলের বোমা হামলা, গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে লাখো মানুষ।
শনিবার (৯ ডিসেম্বর) তীব্র শী‌ত উপেক্ষা ক‌রে মিছিলে যোগ দেন লাখো বিক্ষোভকারী। সমাবেশে অংশ নিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীরা জড়ো হন সেন্ট্রাল লন্ড‌নে।
বিক্ষোভকারীরা সেন্ট্রাল লন্ড‌নের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত মিছিল করার সময় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান।
মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়।
সমাবেশ ও বি‌ক্ষো‌ভে নানা স্লোগান লেখা ফেস্টুন দেখা যায়। ব্রিটেনের বিভিন্ন শহর থে‌কে আগতরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.