‘ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় এখনই ইসরাইলকে থামাতে হবে’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাবেক অধিকারবিষয়ক প্রধান নবি পিল্লাই বলেছেন, ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই দখলদার ইসরাইলকে থামানো।
অধিকৃত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গঠিত জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় সোমবার তিনি এ কথা বলেন।
নবি পিল্লাই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চালানো দমনপীড়ন এবং নির্যাতন বন্ধ করতে পারেনি।
আন্তর্জাতিক সব আইনকানুনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড করে যাচ্ছে।
ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রথম প্রতিবেদন এটি।
এতে আরও বলা হয়েছে, গত ১৫ বছর ধরে গাজার মানুষদের অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। এ ছাড়া পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরাইল। (সূত্র: আনাদোলু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.