ফাইনাল’র লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখ সমরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ওই লড়াইয়ে কিউয়িদের সঙ্গী কে হবেন, তা নিশ্চিত হবে আজ।
কাঙ্ক্ষিত সেই ফাইনালে যাওয়ার লক্ষ্যে দুবাইয়ে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে বাধ্য হয়েই আগে ব্যাটিংয়ে নামছে পাকিস্তান।
একমাত্র দল হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করেছে পাকিস্তান। তারা সুপার টুয়েলভে হারিয়ে দিয়েছে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়াকে।
অন্যদিকে সুপার টুয়েলভের ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও অজিরা পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। এখন দেখার বিষয় যে, সেমিফাইনালের মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দেয় কোন দল।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাকিস্তান দল গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, দলের দুই নির্ভরযোগ্য তারকা মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক ফ্লু-তে আক্রান্ত হওয়ায়। তবে স্বস্তির খবর এই যে, দুই তারকাই ফিট হয়ে উঠেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই শেষ চারের লড়াইয়ে নামছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.