ফতুল্লায় ১০০ কোটি টাকার পচা খেজুর জব্দ করেছে র‌্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জ ফতুল্লায় দু’টি হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহিন কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার দুপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদ ও বাজারজাতকরণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযানে তল্লাশি চালায় র‌্যাব শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ড স্টোরেজে ।

এক পর্যায়ে সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পচা খেজুর। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে বাজারজাতের চেষ্টা কোর ছিল শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ড স্টোর নামে দু’টি মজুদকারী হিমাগার।

খেজুরগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১শ’ কোটি টাকা বলে জানান র‌্যাব। অভিযান শেষে হিমাগার দু’টি সিলগালা করে দেয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.