ফটো-সাংবাদিক অন্তরের পিতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় দৈনিক উপচার পত্রিকার ফটো-সাংবাদিক আশিক ইকবাল অন্তরের পিতা গোলাম রাব্বানী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে রানিবাজার-সাগরপাড়া সড়কের মাঝামাঝি স্থান (ইস্কন মন্দির)র সামনে এ ঘটনা ঘটে। তার মাথায়,কপাল,নাক সহ চার যায়গাতে সেলাই দেয়া হয়েছে।

বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে ৪নম্বর বেডে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পিতার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন দৈনিক উপচার পত্রিকার ফটো-সাংবাদিক আশিক ইকবাল অন্তর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.