সুরমায় তেলবাহী গাড়ি ঝালাইয়ের সময় বিস্ফোরণ, নিহত ২, আহত ১

সিলেট ব্যুরো: সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী লরি বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়েলডিং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ব্যক্তি হলেন, মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির উদ্দিন (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জেদান আল মুসা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পদ্মা কোম্পানীর একটি তেলের গাড়ি ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিলে গাড়ির ভেতরে ঢুকে ওয়েলডিং (ঝালাই) করার সময় আগুন ধরে ২ জন নিহত হন। আরেক জন গুরুতর আহত ব্যক্তিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.