প্রেমের টানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে ১৮ মাস পর ভারতে ফেরত

যশোর প্রতিনিধি: প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন আসা কৃষনা জানা নামে এক তরুণী। অবশেষে ১৮ মাস পর তাকে উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (০২ নভেম্বর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাগেরহাটের আকবার মোল্লা নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি ১৮ মাস আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে আকবরের সঙ্গে বিয়ে হয়। এক পর্যায়ে মেয়েটির বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করেন। বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজ সেবা সংস্থ্যার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে তরুণীকে ভারতে তার পরিবারের কাছে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন-বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সাবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.