প্রাণঘাতী করোনাকে থামান, নিয়ন্ত্রণে নিন : ডব্লিউএইচও

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে করোনাকে নিয়ন্ত্রণে দেশগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র ইমার্জেন্সিস পরিচালক মাইকেল রায়ান বলেন, মানুষজনকে জেগে উঠতে হবে। ডাটা মিথ্যা বলছে না। মাঠ পর্যায়ে পরিস্থিতি মিথ্যা বলছে না।

জেনেভায় জাতিসংঘ সংবাদদাতা অ্যাসোসিয়েশন আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত বছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের প্রায় সব দেশেই আঘাত হেনেছে।

এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১ কোটি ১২ লক্ষের বেশী মানুষ। আর মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৯ হাজারের বেশী।

করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে আমেরিকা মহাদেশে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনা।

এসব দেশে রোগী বাড়লেও দেশগুলো লকডাউন থেকে সরে এসেছে। এ বিষয়ে সতর্ক করে দিয়েছে রায়ান বলেন, অনেক দেশই ডাটা এড়িয়ে যাচ্ছে।তিনি বলেন, এর পেছনে অর্থনৈতিক কারণ আছে। দেশগুলো তাদের অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এটা বোধগম্য কিন্তু সমস্যা এড়িয়ে যাওয়ারও কোনও সুযোগ নেই।

এই সমস্যা জাদুর মতো দূর হয়েও যাবে না। (সূত্র: জিও টিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.