প্রভাববিহীন হরতাল খুলনায়

খুলনা ব্যুরো: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এ হরতালের খুলনায় কোন প্রভাব নেই। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

মহানগরীর পিকচার প্যালেস মোড়ে হরতাল সমর্থনে সকালে একটি সংক্ষিপ্ত মানববন্ধন ছাড়া হরতালের পক্ষে-বিপক্ষে নগরীতে কোন মিছিল- সমাবেশ হয়নি। এদিকে হরতাল চলাকালে খুলনায় সকাল থেকেই ভারী যান চলাচল করছে।

স্বাভাবিক দিনের মতোই খুলেছে দোকান পাট, মার্কেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। অফিস-আদালতে উপস্থিতি স্বাভাবিক রয়েছে। সরেজমিনে দেখা গেছে , হরতালে নগরীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোর থেকে রাস্তায় পুলিশ ও র‌্যাবের টহল চলছে। হরতালে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বিটিসি নিউজকে বলেন, হরতালের কোন প্রভাব নেই খুলনায়। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.