প্রবীণ রাজনীতিক ও জামায়াতের কেন্দ্রীয় নেতা আতাউর রহমানের ইন্তিকাল

ছবি Online

নিজেস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিক, জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান গত মঙ্গলবার গভীর রাতে রাজশাহীতে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। আতাউর রহমানের ইন্তিকালে রাজশাহীর ইসলামী আন্দোলন ও রাজনৈতিক ময়দানে শোকের ছায়া নেমে আসে।
বুধবার বিকেলে নগরীর তেরখাদিয়া মহিলা কমপ্লেক্সে নামাজে জানাজা শেষে নগরীর হাতেম খান গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আতœীয়স্বজন রেখে গেছেন।
পরিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান মঙ্গলবার পবিত্র কুরআনের তাফসির শুনে রাত ১টার দিকে নগরীর তেরখাদিয়া মহল্লায় নিজ বাসভবনে ফেরেন। রাত পৌনে তিনটার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ১৯৫৩ খ্রিষ্টাব্দে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেন। পরে রাজশাহীর বাসিন্দা হন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুপরিচিত ছিলেন। পেশায় রাজশাহী নগরীর লোকনাথ উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক আতাউর রহমান ২০১২ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। সত্তরের দশকে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং পর্যায়ক্রমে শহর জামায়াতের সেক্রেটারি ও পরে দীর্ঘদিন মহানগর আমিরের দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোন পরিচালক ছিলেন। সর্বশেষ কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন। তিনি কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। বর্তমান সরকারের আমলে তিনি কয়েক দফা গ্রেফতার হন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। রাজশাহীতে তিনি বেশ কয়েকটি স্কুল, এতিমখানা ও অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন।
সিটি মেয়রের শোক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জামায়াতের শোক প্রকাশ : জননেতা আতাউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর রাজশাহী জোন পরিচালক অধ্যাপক তাসনীম আলম, মহানগর আমির প্রফেসর এম আবুল হশেম, নায়েবে আমির প্রফেসর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আবু মোহাম্মাদ সেলিমসহ মহানগর কর্মপরিষদ সদস্যবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.