প্রবাসি মায়ের ঈদ পরবি না পেয়ে অভিমানে আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সৌদি প্রবাসি মায়ের কাছ থেকে ঈদ পরবি না পেয়ে হৃদয় (১৪) নামের এক কিশোর অভিমানে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হৃদয় আদমদীঘির তিয়রপাড়া গ্রামের আতিকুল রহমান রব্বানির ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে পরিবারের দাবী। গত বুধবার পবিত্র ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি জিডি করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে তদন্তকারি টিএসআই আব্দুল ওয়াদুদ জানান্।

নিহত হৃদয়ের বৈমাত্রীয় ভাই মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানায়, হৃদয়ের মা লতা বেগম প্রায় এক বছর আগে সৌদি আরবে চাকুরি করতে যায়। হৃদয় সান্তাহার পৌর এলাকায় কম্পিউটারে ইন্টারনেট-এর কাজ শিখছিল ও কিছুটা মাদকাসক্ত ছিল। গত মঙ্গলবার থেকে সারাদিন রাত বাড়ি ফিরেনি। পরদিন গত বুধবার পবিত্র ঈদুল ফিতরের দিন ভোরে তিয়রপাড়া বাড়িতে ফিরে তার মা সৌদি প্রবাসি লতার নিকট মোবাইল ফোনে ঈদ পরবি দাবী করে। ওই পরবির টাকা না পেয়ে অভিমানে সকাল ৭টায় শয়ন ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়। ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.