ঈদ আনন্দ উপভোগ করতে আদমদীঘির বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের দিন গত বুধবার আনন্দ উপভোগ করতে আদমদীঘির রক্তদহ বিল প্রযেক্ট, বশিপুর সখের পল্লী, তিয়রপাড়া ব্রিজের নিকট ফারিস্তা বিনোদন কেন্দ্র, পশ্চিম ঢাকারোড বাইপাস, ডানা পার্কসহ এলাকার বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র গুলোতে বিনোদন প্রেমি দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন বয়সের পুরুষ, নারী ও শিশুরা যেন মনের আনন্দে উপভোগ করছেন বিনোদন কেন্দ্রের প্রভৃতি খেলায়। আমদীঘির বশিপুর সখের পল্লী. ডানা পার্ককে অত্যাধুনিক দৃষ্টি নন্দন কারুকার্য দেখার পাশাপশি সুইমিং, ক্যাবল কার, বাচ্চাদের জন্য দোলনা, সুপার চেয়ার, পিচ্ছিল মই, স্পিড বোড, প্যাডেল বোর্ড , জলপরীর ভাস্কর্য, মিনি ট্রেনলাইনসহ বিভিন্ন খেলায় হাজার হাজার কিশোর কিশোরী, যুবক যুবতিসহ সব বয়সের নারী পুরুষের ঢল নামে।

তেমনি ফারিস্তাতেও ছিল অসংখ্য ভীড়। এছাড়া রক্তদহ বিল প্রযেক্ট, পশ্চিম ঢাকারোড বাইপাস সড়ক এলাকায়ও ছিল উঠতি বয়সের যুবক যুবতি ও কিশোর কিশোরীদের আনন্দের জোয়ার। এসব বিনোদন কেন্দ্রের আশে পাশে বসে ছিল মেলার আসর।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.