প্রতিষ্ঠিত হল “বাংলার লেখক ও শিল্পী মঞ্চ”

কলকাতা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর, রাশিয়ায় বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে ” সমাজতান্ত্রিক বিপ্লব ” –এর সূচনা হয়েছিল৷ শুরু হয়েছিল সামাজিক বিনির্মাণ ৷
সেই ৭ই নভেম্বরই বাংলার শিল্পী, সাহিত্যিক এবং লেখকরা, এক জোট হয়ে গর্জে উঠল, সংস্কৃতির প্রাঙ্গণে গজিয়ে ওঠা দুষ্কৃতিদের বিরুদ্ধে ৷ তথাকথিত এই কবি, সাহিত্যিক এবং শিক্ষকেরা নিজেদের কুপ্রবৃত্তি নিবৃত্ত করার জন্যে, কাউকে উচ্চশিক্ষার ডিগ্রী পাইয়ে দেওয়া অথবা কাউকে মঞ্চে কবিতা বলার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে৷ নবীশরা জড়িয়ে পরছেন তাদের জালে ৷
যৌন হেনস্থার শিকার হচ্ছেন৷ সামনে এসেছে বহু অডিও রেকর্ডিং, সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে তাদের অপকীর্তি৷ তাই গতকাল অর্থাৎ ৭ই নভেম্বর শুভবুদ্ধি সম্পন্ন সাহিত্য মনস্ক মানুষদের নিয়ে তৈরি হল “বাংলার লেখক ও শিল্পী মঞ্চ”৷
নন্দন রবীন্দ্রসদনের অ্যাকাডেমি অফ ফাইনআর্টসের সম্মুখস্ত প্রাঙ্গণে যেখানে অতীতেও বহু আন্দোলন সংগঠিত হয়েছে, সেই স্থলে জন্ম নিল মানুষের হিতার্থে, কবি, সাহিত্যিক, শিল্পীদের হিতার্থে, অন্যায়ের বিরুদ্ধে  প্রতিবাদের এই মঞ্চ৷
সভাপতি শ্রীমতি দীপশিখা পোদ্দারের গলায় বারবার এই অপরাধীদের বিরুদ্ধে ধিক্কার উঠে এসেছে৷ যুগ্ম সম্পাদক শ্রী পিনাকী রায় এবং শ্রী সৌরভ মুখার্জী (চন্দ্র), কার্যনির্বাহী সভাপতি শ্রী প্রদীপ গুপ্ত সোচ্চার হয়েছেন, আহ্বান জানিয়েছেন সমস্ত পাঠককুল, সাধারণ মানুষ এবং সমগ্র কবি সাহিত্যিক ও বাচিক শিল্পীদের এই মঞ্চে যোগ দেওয়ার জন্য এবং তাদের তীব্র প্রতিবাদ জানানোর জন্য৷ সহ সভাপতি শ্রী দুর্গাদাস মিদ্যা এবং অঞ্জল চট্টোপাধ্যায়  এবং উপস্থিত অগ্রজ কবি, সাহিত্যিক, বাচিক শিল্পীা যথাক্রমে শ্রী অজিতেশ নাগ, শ্রীমতি সোনালী ঘোষ, শ্রীমতি পারমিতা ব্যানার্জী, শ্রী দিলীপ দেব, শ্রীমতি দ্বীপান্বিতা বসু সরকার, শ্রী স্বপন রায়, শ্রী সঞ্জয় গুহঠাকুরতা, সকলেই তীব্র ধিক্কার জানিয়েছেন এই বেড়াল সন্ন্যাসীদের প্রতি, এর বিরুদ্ধে সকলকে একজোট  হওয়ার বার্তা দিয়েছেন৷ আলোচনায় উঠে এসেছে আরও এক অনাবৃত স্বজনপোষনের সত্য৷ প্রতিটি বড় মঞ্চেই একই চেনা মুখের ভিড়৷ বহু প্রতিভাবান কবি সাহিত্যিক চিরকাল বাদ পরে যায় ৷ যৌন হেনস্থা ছাড়াও, এই নিন্দনীয় ব্যাবস্থার বিরুদ্ধেও তাঁরা সোচ্চার হবেন জানিয়েছেন ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিল বহু তরুণ কবি, পাঠক, সাধারণ মানুষ৷ কোভিডের ভয়াবহ পরিস্থিতিকে উপেক্ষা করে, যে সময়ে যানবাহন এখনও স্বাভাবিক হয়নি, সেই পরিস্থিতিতেও জমায়েত ছিল পঞ্চাশের বেশি ৷ এই ঘটনা বার্তা দেয় সাহিত্য প্রেমী মানুষ শিল্প প্রেমী মানুষ তথা সাধারণ মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এই সংগঠিত অন্যায়গুলোর বিরুদ্ধে ৷
আর সেই প্রতিবাদের মঞ্চ হল গতকাল প্রতিষ্ঠিত হওয়া ” বাংলার লেখক ও শিল্পী মঞ্চ “৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.