প্রচণ্ড বিস্ফোরণে কাঁপলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড বিস্ফোরণের শব্দে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাজার হাজার বাসিন্দা জানিয়েছেন, তারা ঘুম থেকে জেগে উঠেছেন। লন্ডনের অনেক বাসিন্দা টুইট করেন যে, প্রচণ্ড একটি ‘বিস্ফোরণের’ শব্দে আজ রবিবার (০১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেগে উঠেছেন তারা।

তারা জানায়, এসময় তাদের বাড়িঘর ভীষন জোরে কেপে উঠেছিল এবং এর পরপরই পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়।মেট্রোপলিটন পুলিশ এমন জোরালো শব্দের বিষয়টি নিশ্চিত করেছে । তারা জানিয়েছে, আরএএফ প্লেনের একটি সনিক বুমের কারণে সৃষ্টি হওয়া ওই প্রচণ্ড শব্দ উত্তর লন্ডন ও এর আশপাশের এলাকায় শোনা গেছে।

এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। প্রচণ্ড ‘বিস্ফোরণের’ কারণে লন্ডনের ঘরবাড়ির জানালা কেঁপে ওঠে এবং প্রায় ৬০ মাইল দূরে ক্যামব্রিজেও ওই শব্দ শুনতে পাওয়ার খবর শোনা যায়।

জানা গেছে, একটি বোয়িং ৭৬৭ প্লেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনা তদন্তের জন্য দুটি প্লেন পাঠায় আরএএফ।

তবে একটি বোয়িং ৭৬৭ প্লেন ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ হয়ে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আরএএফ।

বিমান ও নৌবাহিনী কর্মকাণ্ড মনিটর করে, এমন একটি ‍টুইটার অ্যাকাউন্ট মিল রাডার তাদের হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করে। যেখানে দেখা যায় একটি আরএএফ প্লেন অক্সফোর্ডের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.