প্রখ্যাত নাট্যশিল্পী মমতাজ উদদীন আহমেদ এর স্মরণে চাঁপাইনবাববগঞ্জে শোক সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রখ্যাত নাট্যশিল্পী, অভিনেতা, ভাষা সৈনিক জেলার কৃতি সন্তান মমতাজ উদদীন আহমেদ এর স্মরণে শোক সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোকসভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহমেদ শিমুল। সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস.এম.এফ খাইরুল আতাতুর্ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, মাদক উপ-পরিচালক মো. আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ, জেল সুপার মো. শফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও জেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শোক সভায় প্রখ্যাত নাট্যশিল্পী মমতাজ উদদীন আহমেদ এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি খাদিজা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মমতাজ উদদীন আহমেদ এর বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নাটাব জেলা শাখার সভাপতি সমাজ সেবক মনিম-উদ-দৌলা চৌধুরী।

শেষে মমতাজ উদদীন আহমেদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.