প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘রঙ চা’

বিনোদন (ঢাকা) প্রতিনিধি: প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘রঙ চা’। গানে কন্ঠ দিয়েছেন নয়া দামান খ্যাত কন্ঠ শিল্পী তোসিবা বেগম ও তামিম। মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা সজিব খান ও বৃষ্টি চৌধুরী।
ঈদুল ফিতর উপলক্ষে বিএমসি ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘রঙ চা’ শিরোনামের মিউজিক ভিডিও। গানটি গীতিকার, সুরকার ও ভিডিও পরিচালনা করেছেন কবির আহমেদ হিরা খান।
ক্রিয়েটিভ পরিচালক ছিলেন মুসাইব হাসান সায়ীদ। অসাধারন কোরিওগ্রাফি করছেন রোহান ও বেলাল। মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজিব খান ও বৃষ্টি চৌধুরী। প্রডিউস করেছেন আলভি খান।
পরিচালক কবির আহমেদ হিরা খান বলেন, রং চা মুলত একটা রোমান্টিক প্রেম নির্ভর মিউজিক ভিডিও চায়ের মাধ্যমে যে অচেনা কোনো রুপসী নারীকে প্রপোজ করা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। মডেল সজিব ও বৃষ্টির রসায়নটা দারুণ ছিলো। আশা করি ‘রঙ চা’ মিউজিক ভিডিওটি দর্শক ভালো ভাবে নিবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিনোদন (ঢাকা) প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.