পেরুর দক্ষিণাঞ্চলে ভূমি ধস, মৃত বেড়ে ১৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পেরুর দক্ষিণাঞ্চলে ভয়ংকর ভূমি ধসে মৃতের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পেরুর ন্যাশনাল ইন্সটিটিউট অফ সিভিল ডিফেন্স (আইএনডিইসিআই) এর তথ্য অনুসারে, গত  রবিবারের ভূমিধসে ২৭ জন আহত ও ২০ জন নিখোঁজ হয়েছে।
পেরুর কামানা প্রদেশের আরেকুইপা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পরে এই ভূমিধসে ঘরবাড়ি, রাস্তা, স্কুল এবং একটি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
এলাকাটিতে অসংখ্য ছোট আকারের ম্যানুয়াল খনি কার্যক্রম রয়েছে এবং কর্মকর্তারা আশঙ্কা করছেন কিছু লোক এ সব অস্থায়ী খনিতে আটকে থাকতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, যে সব শিশু মারা গেছে তাদের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.