পেট্রোল নেই, যান চলাচলে দূর্ভোগ 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাণীশংকৈলে পেট্রোল সংকট। মালিক পক্ষ হটাৎ বন্ধ করে দিয়েছে পেট্রোল পাম্প গুলো। এতে দুর্ভোগে পরেছে সকল ইঞ্জিন চালিত যান গুলো। সকাল থেকেই পেট্রোল সমস্যা নিয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে মানুষকে ।
জানা যায়, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ফলে আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল থেকে পেট্রোল বন্ধ আছে। ফলে হঠাৎ করে এমন কর্মসূচিতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন পরিবহন ও  সাধারণ মানুষ।
তবে ছোটখাটো  খোলা বাজারের বিভিন্ন খুচরা বিক্রেতাদের জ্বালানী পেট্রোল বিক্রি করতে দেখা গেছে।
এদিকে উপজেলার শিবদিঘী পাঁচপীর জুঁই ফিলিং স্টেশনে দেখা গেছে স্টেশনের সামনেরাস্তার সাথে  মোটা রশি বেঁধে পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সেলস ম্যান  হরেন জানায় পাম্প বন্ধ, তেল নেই!
পাম্পের অফিসে বসে থাকা এক ব্যাক্তি বিটিসি নিউজকে বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। আমরা কর্তৃপক্ষের নির্দেশ পেলেই তেল দে’য়া শুরু করব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.