পেঁয়াজ রপ্তানী বন্ধ’র কারণ জানতে চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: পেঁয়াজ রপ্তানী অব্যাহত রাখার যৌথ সিদ্ধান্তের পরও কেন ভারত না জানিয়ে রপ্তানী বন্ধ করলো তা জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন প্রতিমন্ত্রী।

আমাদের মধ্যে অলিখিত যে কথাটি ছিল, ভারত অব্যাহতভাবে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানী করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি কোন পরিবর্তন থাকে সেক্ষেত্রে তারা আগে জানিয়ে দেবে এরকমই একটা বিষয়ের মধ্যেই আছে।

আমরা তাদেরকে খুব দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছি। প্রত্যাশা করছি ভাল একটা ফলাফল পাব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.