পুলিশ-বিএনপি সংঘর্ষ : গ্রেপ্তার আরও ৩

নওগাঁ প্রতিনিধি: সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ২টি মামলার আরও ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেন সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, রানীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আজ রবিবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গত ৩০ মার্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল-রাবার বুলেট ছোঁড়ে। এ ঘটনায় পুলিশসহ অর্ধ-শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। ঘটনার পরদিন ৩১ মার্চ নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে ২টি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.