পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান হেরোইন উদ্ধার

আরএমপি প্রতিবেদক:  এসআই/মোঃ আঃ মতিন, বোয়ালিয়া মডেল থানা, আরএমপি রাজশাহী সংগীয় অফিসার এটিএসআই/মোঃ নাসির উদ্দিন, এএসআই/মোঃ সেলিম শাহাজাদা ও ফোর্সের সহায়তায় ইং-১২/০৯/২০১৯ তারিখ রাত্রী ১১.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা ক’রে শিরোইল বাস টার্মিনালস্থ গ্রামীন ট্রাভেলস এর বাস কাউন্টারের সামনে ফুটপাতের উপর হতে ১১৫ (একশত পনের) গ্রাম হেরোইন, মূল্য অনুমান ১১,৫০,০০০/-(এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ আসামী ১। মোঃ বাবু হোসেন @ তোতা (২৩), পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা-মোসাঃ রুমালী বেগম, সাং-বাখের আলী (টিকলীচর পাড়া), ২। মোঃ আশিকুল ইসলাম (২২), পিতা-মোঃ নুরুল হুদা, মাতা-মোসাঃ বিলকিস খাতুন, সাং-চারবাগডাঙ্গা(পাঠানপাড়া), উভয় থানা-চাঁপাই নবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাই নবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।

আসামীদ্বয় চাঁপাইনবাবগঞ্জ হতে জিআই পাইপ ও লোহার অংশ দিয়ে তৈরী হাতুড়ীর প্যাচ সংযুক্ত বাটের মধ্যে অভিনব কায়দায় হেরোইন গুলো যাত্রীর ছদ্মবেশে ঢাকায় নিয়ে যাওয়ার সময় চা বিরতিতে বাস থেকে নেমে ফুটপাতের উপর দাঁড়িয়ে ছিলো।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.