পুলিশের পৃথক পৃথক অভিযানে রাজশাহীর তানোরে গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলায় ০৬ আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: গতকাল শনিবার (২১শে মার্চ) ২০২০ ইং তারিখ দিবাগত রাত্রে, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মতিউর রহমান সিদ্দিকি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ আব্দুর রাজ্জাক খাঁনের যৌথ নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান এর নেতৃত্বে তানোর উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে অভিযান পরিচালনা করা হয়। সেই সময় গাঁজা উদ্ধারসহ পৃথক পৃথক মামলায় ০৬ জন আসামীকে গ্রেফতার করেন স্থানীয় পুলিশ প্রশাসন।

অভিযান পরিচালনা সময় থানার এসআই (নিঃ) স্বপন কুমার সরকার সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স নিয়ে আসামী মোঃ মোজাম্মেল হক মন্ডল (৫৪), পিতা- মোঃ এমাজ উদ্দিন মন্ডল, সাং-মাড়িয়া, থানা-তানোর, জেলা-রাজশাহীকে ১০ (দশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হন।

অপরদিকে, গ্রেফতারী পরোয়ানা মুলে আসামী ১। মোঃ শাফি, পিতা- মোঃ নওশার,  ২। মোঃ নয়ন, পিতা- মোঃ আফসার, উভয় সাং- সরনজাই, ৩। মোঃ তুষার হোসেন, পিতা- মোঃ হাসেম আলী, সাং- রায়তান বড়শো, ৪। মোঃ নওশাদ আলী, ৫। মোঃ আফসার আলী, উভয়ের পিতা- মোঃ আসাদ, সাং- সরনজাই, সর্ব থানা- তানোর, জেলা- রাজশাহী গণদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পক্ষ থেকে গতকাল শনিবার দিবাগত রাত্রে পৃথক পৃথকভাবে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করি।

সে সময় তানোর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ গাঁজাসহ ০১ জনকে এবং ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন মামলায় আরো ০৫ জনসহ সর্বমোটা ০৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

আমাদের এই অভিযান গুলো সার্বক্ষণিক চলমান থাকবে, বিশেষ করে মাদক নির্মূলের লক্ষ্যে আমরা জনসচেতনতা মুলক কাজের পাশাপাশি গ্রেফতার অভিযান অব্যহত রেখেছি।

গ্রেফতারকৃত আসামীদের আজ রবিবার (২২শে মার্চ) ২০২০ ইং বেলা সাড়ে ১১ ঘটিকার দিকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় দেশের চলমান পরিস্থিতিতে লোকসমাগমের মাধ্যমে সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান, মিটিং, মিছিল বন্ধ রাখার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে এ বিষয়ে সচেতনতা থাকার অনুরোধ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.