পুরস্কৃত হল ডানলপের “নীড ফাউন্ডেশন”

কলকাতা প্রতিনিধি: গত ২রা এপ্রিল বিশ্ব অটিজম দিবসে ডানলপের  “নীড ফাইন্ডেশন” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে, বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক বাচ্চাদের নিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এক বর্ণজ্জ্বল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিল আরও  অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ৷
তবে “নীড ফাউনডেশন” -এর বিশেষত্ব এই যে তারা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের শিক্ষা, বিনোদনের ভার নেন এবং স্বপ্ন পূরণের অঙ্গীকার করেন কিন্তু  তার বিনিময়ে ন্যূনতম অর্থও দাবী করেন না ৷
এদিন এই সংস্থাকে পুরস্কৃত করা হয় তাদের এইরূপ বৃহৎ পরিসরে মানবিক কর্মকান্ডের সফলতার জন্য৷ বাচ্চাদের জন্য ছিল, বিনোদন এবং খাবারের ব্যবস্থা ৷
কর্ণধার শ্রীমতী সোমা মৈত্র এবং শ্রী দেবপ্রকাশ মৈত্র বলেন এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা গুলির যেহেতু বিশেষ ভাবে সহায়তা প্রয়োজন তাই তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই তাঁদের এই পদক্ষেপ ৷
এই ধরণের প্রতিটি বাচ্চার অভিভাবককে তাঁরা আহ্বান জানিয়েছেন “নীড ফাউন্ডেশন”-এর ছত্রছায়ায় আসার জন্য ৷ বিনা অর্থে “নীড ফাউন্ডেশন” এই বাচ্চাগুলোকে উজ্জ্বল ভবিষ্যতের গড়ার কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে ৷
নীড ফাউন্ডেশনের এই কর্মকান্ডের জন্য রইল বিটিসি নিউজ (বাংলাদেশ) এর আন্তরিক শুভেচ্ছা একরাশ শুভ কামনা ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.