ব্রাহ্মণবাড়িয়ায় দু‍‍`পক্ষের সংর্ঘষে পুলিশসহ আহত-১৫

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায়  জেলার নাসিরনগরে সরকারি পুকুর লিজ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে পুলিশের এসআই সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছেন।
আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরের নাসিরনগর থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আটক আসামীদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।
আটককৃতরা হলেন, কিতাব আলী(৬০), হাবিবুর রহমান(৪০), মিজানুর রহমান(৪৫), হেলু মিয়া(৩৫), লিটন মিয়া(৩২), জিয়াউর রহমান(৪০), জীবন মিয়া(১৬), নিলুরা বেগম(২৬), রেখা বেগম২৪), রফিয়া বেগম(৪৫), জিল্লু মিয়া(৩২), স্বপ্না বেগম(১৯)।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন মকবুলপুর গ্রামে কিতাব আলি ও খেলু মিয়া তাদের গ্রামের সরকারি পুকুর লিজ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে ও বাড়িঘর ভাংচুর করে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় সংর্ঘষ থামাতে গিয়ে এসআই রফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.