পুতিনকে অভিনন্দন জানালেন মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ভারতের ‘বিশেষ সম্পর্ককে’ আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন মোদি।
সোমবার এক্স-বার্তায় মোদী বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানাই। আগামী বছরগুলোতে ভারত-রাশিয়া মৈত্রী এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তার সঙ্গে কাজ করতে উন্মুখ।”
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।
ইউক্রেনে সামরিক অভিযানের পর গোটা পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে, তখন দেশটির নিন্দা জানানো থেকেও বিরত রয়েছে ভারত। উল্টো রাশিয়ার জ্বালানির সবথেকে বড় বাজারে পরিণত হয়েছে দেশটি। গত দুই বছরে রাশিয়া থেকে শত শত মিলিয়ন ব্যারেল তেল কিনেছে ভারত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.