পুঠিয়ায় ফরমালিনমুক্ত আম বাজারজাত নিশ্চিতকরণে মতবিনিময় সভা
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বরে ফরমালিনমুক্ত, কার্বাইডমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতকরণে আমচাষী ও আম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বানেশ্বর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহীদ হাসান সিদ্দিকি, উপজেলা কৃষি অফিসার মুনজুর রহমান, চারঘাট উপজেলা চেয়ারম্যান ও আম চাষী আবু সাইদ চাঁদ, উপজেলা প্রক্লপ বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহমদ, পুঠিয়া আ’লীগের সহসভাপতি ও আম চাষী শরীফ কাজী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বানেশ্বর ইউপি সদস্য আ: আজিজ, আ: মালেক, আ’লীগ নেতা এ্যাড আ: সামাদসহ পুঠিয়া উপজেলার বিভিন্ম এলাকার আম চাষী ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.