পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষ টাকার মাছ নিধন


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে গভীর রাতে একটি ৩ বিঘার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে। এলাকাবাসী জানায়, উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত লালু প্রাং এর ছেলে পুকুর মালিক মুকুল হোসেন (৪০) তার নিজস্ব ৩বিঘার একটি পুকুরে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে বড় পোনা রুই, কাতলা, সিলভার, ব্রিগেট, টেংড়া, কালবাউস এবং দেশী পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন।

গতকাল গভীর রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। ফলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় হতাশাগ্রস্থ হয়ে পরেছে পুকুর মালিক ও তার পরিবার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.