পীরের বাড়ি থেকে ফেরার পথে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পরে নিহত ৭

মাদারীপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে কলাবাড়ি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পরে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমার এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে মুরিদানদের নিয়ে ফিরছিল মাদারীপুরের একটি লোকাল বাস।

সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কলাবাড়ি ব্রিজের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো চার জন। আহত হন কমপক্ষে ২৫ জন। নিহত ও আহতদের প্রায় সবাই মাদারীপুর জেলার বাসিন্দা।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে।

বাসের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.