পীরগাছায় দৈনিক আমাদের প্রতিদিনের মাস্ক বিনামূল্যে বিতরণ

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় করোনা ভাইরাসে আতঙ্ক নয়, সচেতন হোন, মাস্ক ব্যবহার করুন স্লোগানে সচেতনতামূলক লিফলেট ও কারুপণ্যের তৈরী মাস্ক বিনামূল্যে করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রংপুরের স্থানীয় দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সহযোগিতায় পীরগাছা উপজেলার দেউতি, সৈয়দপুর, হাউদারপাড়, ছাইতনতলাসহ বেশ কয়েকটি এলাকার জনসাধারণের মাঝে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এসময় পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খান, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবির বিপ্লব, স্টাফ রিপোর্টার হারুন উর রশিদ সোহেল, সাংবাদিক তাজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে কারুপণ্য রংপুর লিমিটেড এর নিজস্ব প্রতিষ্ঠানে তৈরী ১০ লাখ মাস্ক বিনামূল্যে বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার পীরগাছার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.