পীরগঞ্জে চাকুরী দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার-১ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে চাকুরী দেয়ার নামে জালিয়াতীর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জেনারুল হক নামের ১ যুবককে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করেছে।
শুক্রবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতারক জেনারুল পীরগঞ্জ থানার সদর ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, জেনারুলের বিরুদ্ধে ঠাকুরগাঁও নীলফামারী জেলাসহ পীরগঞ্জ থানায় ১২ টি পৃথক গ্রেফতারী পরওয়ানা থাকায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। এক সময় সে বিভাগীয় কমিশনারের অফিসে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে চাকুরী করার সুবাদে বিভিন্ন জনের কাছে অভিন্ন কৌশলে চাকরী দেয়ার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এক সময় বিষয়টি প্রকাশ হলে তাকে সাময়ীকভাবে বরখাস্থ করা হয়।
ভুক্তভোগীরা ওই প্রতারকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।
পুলিশ জানায় চাকুরী দেয়ার নামে সে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে এমন আরো কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.