পীরগঞ্জে আনন্দাশ্রমে যুক্ত হলো আরও ৩ জন জননী

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে “সউ”আনন্দাশ্রম কর্মসূচি’র আওতায় আনন্দাশ্রমে নতুন করে আরও ৩ জন জননী যুক্ত হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় তাদের হাতে ১০ দিনের খাদ্য সহায়তা তুলে দেন সামাজিক উদ্যোগ(সউ)এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজ।

সূত্রে জানা যায়,”পাড়ায় পাড়ায় আর কোনো বৃদ্ধাশ্রম নয়;ঘরে ঘরে যেনো আনন্দাশ্রম হয়।”এই স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে গত ১ জুন আনন্দাশ্রম কার্যক্রম চালু করে। এতে

অসহায় বয়ষ্ক পিতা-মাতা যাতে নিজ গৃহে নিজ সন্তানের সাথে সুখ-শান্তিতে অবস্থান করতে পারে সে লক্ষে তাদের খাদ্য-বস্ত্র ও চিকিৎসা প্রদান করবে “সউ”। তারই ধারাবাহিকতায় আজ বুধবার নতুন করে আরও ৩ জন জননীকে সংযুক্ত করা হয়।

আপাতত এই কর্মসূচিতে ওই কর্ম এলাকায় ১০টি আনন্দাশ্রম গড়ে তোলা হবে মর্মে জানান সেবু মোস্তাফিজ।

তিনি আরও বলেন,ব্যক্তি পর্যায়ের সহযোগিতা এবং সরকারি ও বে-সরকারি অনুদান পেলে এই কর্মসূচি বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.