পিএসজি ছাড়ার গুঞ্জন!

বিটিসি স্পোর্টস ডেস্ক: নেইমারের সাথে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। তারপরও নেইমারের পিএসজি ছাড়াও গুঞ্জন চলছে। তবে পিএসজি ছাড়ার সে গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা ফুটবলার।
গতরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ শেষে নেইমার বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি বড় কোনও বিষয় নয়। এখানে আমি দারুণ আছি। আগের চেয়ে অনেক ভালো বোধ করছি এখানে। আরও কিছু মৌসুম এখানে থাকতে চাই।’
নেইমারের সাথে ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির আরেক বড় তারকা কিলিয়ান এমবাপ্পেরও। বড় দুই তারকাকে ধরে রাখতে বদ্ধ পরিকর ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খালাইফি।
খালাইফি বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগ এবং অন্যান্য সকল ট্রফি জিততে অনেক বিনিয়োগ করেছি। নেইমার ও এমবাপ্পের ক্লাব ছেড়ে যাওয়ার কোনও কারণ নেই।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ ব্যবধানে হেরেছে পিএসজি। তবে গত ৮ এপ্রিল প্রথম লেগে বায়ার্নের মাঠেই স্বাগতিকদেরকে ৩-২ ব্যবাধনে হারিয়ে অ্যাওয়ে গোল ব্যবধানে এগিয়ে সেমিতে পৌঁছে গেছে নেইমার-এমবাপ্পের দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.