পায়ের পেশিতে টান লাগলে যা করনীয়

বিটিসি নিউজ ডেস্ক:   শোনা যায় খেলোয়াড়দের পায়ের পেশিতে টান লেগে ইনজুরি হয়েছে। এমনও হতে পারে এজন্য তাকে পুরো ম্যাচ বা সিরিজই মাঠের বাইরে থাকতে হয়।

শুধু প্লেয়ারদের নয়, সাধারণ মানুষেরও এসমস্যা হয়:

ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান বা মাসলপুল হলে অসহ্য ব্যথা হতে পারে। এ সময় ব্যথা থেকে মুক্তি পেতে নিতে পারেন “RICE থেরাপি”।

এই RICE মানে কিন্তু ভাত বা চাল না। “RICE থেরাপি” মানে হচ্ছে:

# R- Rest, পর্যাপ্ত বিশ্রাম নিন।
# I- Ice, বরফ দিয়ে সেঁক দিতে হবে।
# C- Compression, আক্রান্ত পেশিতে সহনীয় চাপ দিন।
# E- Elevation আক্রান্ত স্থানের নিচে বালিশ দিয়ে শরীরের তুলনায় কিছুটা ওপরে রাখতে হবে।

এভাবে ধাপগুলো মেনে চললে ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায়। একেই RICE থেরাপি বলে। এছাড়াও নিয়মিত খাবারে পটাশিয়াম সমৃদ্ধ কলা, মিষ্টি আলু ও প্রোটিনযুক্ত খাবার মাছ-মাংস-রাখুন।

পানির ঘাটতির জন্যই মাসলপুল হয়। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। মাসলপুল হলে আক্রান্ত স্থান একেবারেই নাড়াচাড়া করতে না পারলে, সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.