পাহাড়ি ধসে হুমকির মুখে সাতছড়ি টিপড়া পল্লী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির জাতীয় উদ্যানের পাহাড়ের ঢাল ও চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাস করছে ২৪টি টিপরা পরিবার। কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে টিপরা পল্লীতে ব্যাপক ধস দেখা দিয়েছে। এতে অস্তিস্ব বিলীনের হুমকিতে রয়েছে টিপরা পল্লীতে বসবাসরত পরিবারগুলো।

আজ রবিবার সকালে সাথছড়ি টিপরা পল্লী ঘুরে দেখা গেছে, টিপরা পল্লীতে আগে বহু পরিবার বসবাস করলেও পাহাড় ভাঙনের করণে অনেকেই এখান থেকে অন্যত্র গিয়ে বসতবাড়ি নির্মাণ করেছেন। সর্বশেষ ২৪টি পরিবারের মধ্যে ইদানিং পাহাড়ি ঢলে চারটি বসত বাড়ি পাহাড়ি ছড়ায় বিলীন হয়ে গেছে। রাস্তায় বসেছে এ পরিবারগুলো।

এবার বৃষ্টি আসলেই ভেঙে যেতে পারে আরও তিনটি বসত বাড়ি। এ ছাড়া এখানে প্রতিবছরই পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু এর পরও ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে পুনর্বাসনের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এখনই জরুরি ভিত্তিতে গাইডওয়াল নির্মাণ না করলে টিপরা তাদের বাপ দাদার বিটে বাড়ি হারিয়ে পথে বসতে হবে। প্রকৃতি থেকে বিলীন হয়ে যাবে একটি নৃতাত্ত্বিক জনগোষ্টী।
পল্লীর বাসিন্দা বকুল তন্তবায় বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ভাঙা অংশটি গত বছর কিছু দূরে ছিল। এবারের বৃষ্টিতে ভাঙন বাড়ির উঠানে চলে এসছে। যে অবস্থা দুইএক দিনের মধ্যে আরও তিনটি বাড়ি পাহাড়ী ছড়ায় বিলীন হয়ে যাবে। আমরা বার বার নেতা, সরকারি লোকের কাছে গাইডওয়াল নির্মাণের জন্য অনুরোধ করছি। কাজের কাজ কিছুই হচ্ছে না। বছর বছর টিপরা পল্লী বিলীন হয়ে যাচ্ছে পাহাড়ী ছড়ায়।

সাথছড়ি ফরেস্টের রেঞ্জ কর্মকর্তা মোতালিব হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, টিপরা পল্লীর পাশাপাশি সাথছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন পাহাড়ের অংশ ভেঙে পড়ছে। উদ্যানের ভেতর ব্রিজ ভেঙে পড়ারও উপক্রম হয়েছে।

এ ব্যাপারে চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মানবাধিকার কর্মী সাংবাদিক কামরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, অবাধে গাছ কাটা ও পাহাড় থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর ভূমি ধসের ঘটনা ঘটছে। এতে পাহাড়ের চূড়ায় বসবাসকারী ব্যক্তিদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এখানে বসবাসকারী অধিকাংশ মানুষ অতি দরিদ্র। তাদের সবার পক্ষে নিজ উদ্যোগে নিরাপদে সরে যাওয়া সম্ভব নয়। তাই পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকদের পুনর্বাসন করা প্রয়োজন। আবার অনেকেই নিজের বাপ-দাদার বিটে ছেড়ে অন্যত্র যেতে চাচ্ছে না।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, টিপরা পল্লী আমি গতকাল সরেজমিন পরিদর্শন করেছি। বিষয়টি  হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসকের নজরে এনেছি আগামী বর্ষার আগেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.